DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কোপা আমেরিকা: ব্রাজিল ম্যাচের আগে ভেনেজুয়েলার ১২ জনের করোনা

DoinikAstha
জুন ১৩, ২০২১ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ককোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে ভেনেজুয়েলা। কিন্তু এর আগে দলটির ১২ জনের করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে এলো।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার কনমেবলের নেওয়া নমুনা পরীক্ষায় ভেনেজুয়েলা দলের খেলোয়াড় ও স্টাফসহ মোট ১২ জন করোনা পজিটিভ এসেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

এর আগে করোনা মহামারির কারণে আর্জেন্টিনায় এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কলম্বিয়ায় কোপা আমেরিকা আয়োজন সম্ভব হয়নি। ফলে যৌথ আয়োজকের খাতা থেকে নাম কাটা যায় তাদের। এরপর তড়িঘড়ি করে আয়োজক হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করা হয়।

রবিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ব্রাজিল ও ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে উদ্বোধন হওয়ার কথা ৪৭তম কোপা আমেরিকার। তবে এর আগে ভেনেজুয়েলা দলে করোনার হানায় ম্যাচটি ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।