ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে কাঠালিয়ায় মানববন্ধন
- আপডেট সময় : ০৪:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১০৫৭ বার পড়া হয়েছে
মোঃ আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ঝালকাঠির কাঠালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে ঘন্টাব্যাপী এ মানবন্ধনের আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক কাঠালিয়া উপজেলা শাখা। দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম ইয়ুথ এডিং হাঙ্গার এর সহযোগীতা করে।
২০১৯ সালে প্রায় ১ হাজারটি দুর্ঘটনার পেছনে দায়ী গ্যাস লিকেজ
সুজন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আবদুল হালিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দি-হাঙ্গার প্রজেক্ট পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি) পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান, পিএফজি সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.জালালুর রহমান আকন, সাবেক অধ্যাপক মো.রুস্তম আলী খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি পিএফজি সদস্য মিজানুর রহমান সোহাগ, পিএফজি সদস্য ও মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল বাবুল, মাস্টার হাবিবুর রহমান, পিএফজি সদস্য সাকিবুজ্জামান সবুর প্রমুখ।























