ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ইসকন ধর্ম গুরু অনৈতিক কাজে আটক

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ১০১৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ইসকন ধর্ম গুরু অনৈতিক কাজে আটক

 

রহিম হৃদয়/খাগড়াছড়িঃ

 

খাগড়াছড়িতে ইসকন ধর্ম প্রচারক গুরু শিমুল চন্দ্র জলদাসকে নারী শিষ্যের সাথে অনৈতিক কাজে জড়িত থাকায় আটক করা হয়েছে। তাঁকে বহিষ্কার করেছে ইসকন কর্তৃপক্ষ। ২৪ এপ্রিল ইসকনের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এতথ্য নিশ্চিত করা হয়।

 

খাগড়াছড়িতে ইসকন প্রচার কেন্দ্রে অবস্থান করে ধর্মীয় জীবন শিক্ষার দানের পাশাপাশি ধর্ম প্রচারেও দায়িত্বে ছিল শিমুল। নারী কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে তাঁকে বহিষ্কার করেছে ইসকন কর্তৃপক্ষ।

 

উল্লেখ্য গত ১৮ এপ্রিল ২০২৩ ইং দিবাগত রাত ১২ টার দিকে খাগড়াছড়ি শহর হতে ১৫ কিলোমিটার দূরের একটি গ্রামে অনৈতিক কাজে হাতেনাতে এলাকাবাসীর নিকট আটক হয় শিমুল। আটক শিমুলকে হালকা উত্তম মাধ্যম দিয়ে চেয়ারে বসিয়ে বেঁধে রাখা হয়।

 

পরদিন খাগড়াছড়ি ইসকনের নেতৃবৃন্দ তাকে ছাড়িয়ে আনেন। জানা যায়, বছরখানেক আগে শিমুলের কাছে ইসকনের দীক্ষা গ্রহণ করে দুই সন্তানের জননী ২৬ বছরের ঐ মহিলা। এরপর থেকেই চলে আসছিল গুরু- শিষ্যের লীলা। নানান অজুহাতে প্রায়শই সেখানে গিয়ে চালাতো শিমুল গুরু শিষ্যের অনৈতিক প্রেম।

ট্যাগস :

খাগড়াছড়িতে ইসকন ধর্ম গুরু অনৈতিক কাজে আটক

আপডেট সময় : ১২:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

খাগড়াছড়িতে ইসকন ধর্ম গুরু অনৈতিক কাজে আটক

 

রহিম হৃদয়/খাগড়াছড়িঃ

 

খাগড়াছড়িতে ইসকন ধর্ম প্রচারক গুরু শিমুল চন্দ্র জলদাসকে নারী শিষ্যের সাথে অনৈতিক কাজে জড়িত থাকায় আটক করা হয়েছে। তাঁকে বহিষ্কার করেছে ইসকন কর্তৃপক্ষ। ২৪ এপ্রিল ইসকনের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এতথ্য নিশ্চিত করা হয়।

 

খাগড়াছড়িতে ইসকন প্রচার কেন্দ্রে অবস্থান করে ধর্মীয় জীবন শিক্ষার দানের পাশাপাশি ধর্ম প্রচারেও দায়িত্বে ছিল শিমুল। নারী কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে তাঁকে বহিষ্কার করেছে ইসকন কর্তৃপক্ষ।

 

উল্লেখ্য গত ১৮ এপ্রিল ২০২৩ ইং দিবাগত রাত ১২ টার দিকে খাগড়াছড়ি শহর হতে ১৫ কিলোমিটার দূরের একটি গ্রামে অনৈতিক কাজে হাতেনাতে এলাকাবাসীর নিকট আটক হয় শিমুল। আটক শিমুলকে হালকা উত্তম মাধ্যম দিয়ে চেয়ারে বসিয়ে বেঁধে রাখা হয়।

 

পরদিন খাগড়াছড়ি ইসকনের নেতৃবৃন্দ তাকে ছাড়িয়ে আনেন। জানা যায়, বছরখানেক আগে শিমুলের কাছে ইসকনের দীক্ষা গ্রহণ করে দুই সন্তানের জননী ২৬ বছরের ঐ মহিলা। এরপর থেকেই চলে আসছিল গুরু- শিষ্যের লীলা। নানান অজুহাতে প্রায়শই সেখানে গিয়ে চালাতো শিমুল গুরু শিষ্যের অনৈতিক প্রেম।