DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে উলামা মাশায়েখ সম্মেলন সম্পন্ন

Astha Desk
নভেম্বর ৩০, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে উলামা মাশায়েখ সম্মেলন সম্পন্ন

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর উদ্যেগে উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্টিত হয়েছে।

আজ শনিবার (৩০ নভেম্বর/২৪) সকাল ১১টায় দারুল আইতাম এতিমখানা সম্মেলন কক্ষে ওলামা মাশায়েখদের নিয়ে এ সম্মেলন অনুষ্টিত হয়।

ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা শেখ আহমদ মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান।

সম্মেলনের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ডক্টর অধ্যক্ষ মাওলানা শাহজাহান আল মাদানী।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আবুল হোসেন প্রমূখ।

প্রধান অতিথি ওলামা মাশায়েখদের উদ্দেশ্য বলেন, নামাজের মতই দ্বীন প্রচার যে ফরজ তা মানুষদের বুঝাতে হবে। তিনি আরো বলেন, কোরআন শুধু তেলাওয়াত নয় বরং তা আমলও করতে হবে এবং দ্বীনের দাওয়াতের কাজ কোনোকালে কোন জায়গায় বন্ধ করা যাবে না; যেকোনো পরিবেশে যেকোনো স্থানে এই দাওয়াত জারি রাখতে হবে।

বিশেষ বক্তা অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ
বলেন, পথ হারা মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য আলেম ওলামাদেরকেই এগিয়ে আসতে হবে। এজন্য তাদেরকে গভীর অধ্যয়নের পাশাপাশি গবেষণাও করতে হবে। তিনি আরো বলেন, আলেমদেরকে শুধু জ্ঞান অর্জন করলেই চলবে না পুঙ্খানুপুঙ্খভাবে তা আমল করতে হবে।

বিশেষ অতিথি মাওলানা আবুল কালাম বলেন, ওলামা মাশায়েখদেরকে যেকোনো পরিস্থিতিতে আল্লাহ ও তাঁর রাসূলের প্রদর্শিতা পথে পূর্ণরূপে দৃঢ় থাকতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪