খাগড়াছড়িতে তীব্র দাবদাহ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
রহিম হৃদয়/খাগড়াছড়িঃ
প্রকৃতির রানী খাগড়াছড়িতে বৃক্ষরাজি ও সবুজ-শ্যামল বনভূমির দ্বারা একে সুশোভিত ও সৌন্দর্যমণ্ডিত করা হয়েছিলো। বনাঞ্চল ও বনজাত গাছপালার দ্বারা ভূমণ্ডলের পরিবেশ ও মনোরম প্রকৃতির ভারসাম্য রক্ষা হয়ে থাকে। বন খেকোরা অবৈধভাবে উজাড় করছে সরকারি বনাঞ্চল,এতে পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য ও জৈববৈচিত্র্য।
অসহনীয় গরমে মানুষের হাসফাঁস অবস্থা। বিপর্যস্ত হয়ে পড়েছে জীবনযাত্রা। নাভিশ্বাস উঠেছে রোজাদার ও শ্রমজীবী মানুষের। এর সঙ্গে আবার মরার ওপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে ঘন ঘন লোডশেডিং। যেন গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
গরমের তীব্রতা থেকে রোজাদার মানুষ বাঁচতে আশ্রয় নিয়েছে আল্লাহর ঘর মসজিদে।
খাগড়াছড়ির রাস্তায় মানুষের চলাচল ছিল কম। যাঁরা বাধ্য হয়ে বের হয়েছেন, তাঁরা টের পেয়েছেন গরমে নাভিশ্বাস ওঠা কাকে বলে। ঘরের ভেতরও গুমোট অবস্থা।
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নেই মেঘ-বৃষ্টি। ফলে বাতাসে আর্দ্রতা অস্বাভাবিক কম থাকায় গরম প্রকৃত তাপমাত্রার চেয়ে বেশি পোড়াচ্ছে মানুষকে।
শুধু খাগড়াছড়ি নয়, সারাদেশেই এখন অগ্নিগর্ব। দেশের তাপমাত্রাও ৯ বছরের মধ্যে সর্বোচ্চে উঠেছে। তাপদাহে অনেক জায়গায় গলে যাচ্ছে রাস্তার বিটুমিন। ঝলসে যাচ্ছে ক্ষেতের ফসল। রোদে শুকিয়ে ঝরে যাচ্ছে আম-লিচু। তপ্ত রোদে দিনমজুর, রিকশাচালকরা রোজগারের তাগিদে পথে নামলেও ভয়ংকর রোদে কাহিল হয়ে পড়ছেন। হাসপাতালে বেড়েছে রোগী। হাঁসফাঁস করছে অন্য প্রাণিকুলও।