মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয় উদ্যোগে ১শ জন মেধাবী, দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এউপলক্ষে আজ মঙ্গলবার (২১ মার্চ) সকালের দিকে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহ মোঃ আলমগীর এর সভাপতিত্বে ও আরো উপস্থিত ছিলেন,
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আহবায়ক সমাজসেবা বিভাগের আহবায়ক মিজ শাহীনা আক্তার,
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক
মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মিজ রোকেয়া বেগম, শহর সমাজসেবা কার্যালয় এর কর্মকর্তা
মোঃ নাজমুল আহসান প্রমূখ।
আলোচনা সভা শেষে খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজে অধ্যয়নরত ১শ জন মেধাবী, দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে জনপ্রতি নগদ ৩ হাজার ৫শ টাকা হারে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হলো।