খাগড়াছড়িতে আ.লীগ নেতাসহ আটক-২
স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়িতে পৃথক পৃথক অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ রোববার (১৯ জানুয়ারী) বিকালে তাদেরকে পৃথক পৃথক অভিযান চালিয়ে খাগড়াছড়ি পৌর শহরের পৃথক পৃথক স্থান থেকে আটক করে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করেছে ডিবি।
খাগড়াছড়ি সদর মডেল থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, জেলা আওয়ামীলীগে সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিব শংকর দেব-এর বিরুদ্ধে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সু-সংগঠিত করতে প্রায় ৩০ লাখ ফান্ড সংগ্রহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, শিব শংকর দেবকে সরকারি মহিলা কলেজ এলাকার একটি বাসা থেকে আর আবুল কালাম আজাদকে তার কলেজ গেইটের বাসা থেকে আটক করা হয়েছে।
আবুল কালাম আজাদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। আটককৃতদের মধ্যে আবুল কালাম আজাদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।