খাগড়াছড়িতে এমপির পক্ষে শীতবস্ত্র ও শিক্ষাবৃত্তি বিতরণ
- আপডেট সময় : ০২:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৬০ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে এমপির পক্ষে শীতবস্ত্র ও শিক্ষাবৃত্তি বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
“ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা” “মানুষ মানুষের জন্য” এই স্লোগানকে সামনে রেখে শীতবস্ত্র ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার(১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের কদমতলী জেলা পরিষদ বাংলোতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির পক্ষ থেকে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র এবং এস.এস.সি ও এইস.এস.সি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
৫শ জনকে শীতবস্ত্র ও ১শ জনকে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্টানে জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েলের সঞ্চালিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় তিনি বলেন, আমাদের চারপাশে যে অসহায় মানুষ রয়েছে তারা যেন শীতে কষ্ট না পায় তার জন্য আমাদের এই উদ্যেগ। তার সাথে আমাদের এলাকায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে শিক্ষাবৃত্তি দিয়েছি। যাহাতে তারা টাকার অভাবে পড়াশোনা বন্ধ না করে। আমাদের এমন উদ্যেগ সবসময় অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করেছি প্রকৃত মানুষকে এই শীতবস্ত্র এবং শিক্ষাবৃত্তি দিতে।
আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, মনির হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা, শুভ মঙ্গল চাকমা প্রমূখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
[irp]


















