DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৮ই ডিসেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ৮ই ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

Online Incharge
অক্টোবর ৬, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি’ ‘নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়িতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস/২৩ উদযাপন করা হয়েছে।

আজ শুক্রবার (৬ অক্টোবর ) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শহীদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা (উপসচিব)।

এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা পারিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, খাগড়াছড়ি ডিপুটি সিভিল সার্জন ডাঃ রতস খীসা, খাগড়াছড়ি পৌরসভা প্যানেল মেয়র মোঃ শাহ আলম, তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া প্রমূখ।

সভায় বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্বারোপ বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রী সভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে ‘‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’’ ঘোষণা করা হয়। বর্তমানে জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। তবে জন্ম নিবন্ধন করতে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ত্রুটি না থাকে এবং সাধারণ মানুষ যেন হয়রানীর শিকার হতে না হয়।

পরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস/২৩ উপলক্ষে জম্ম ও মৃত্যু নিবন্ধন সেবায় উল্লেখযোগ্য অবদান রাখায় ৬ ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা
নির্বাচিত হন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, জেলা পর্যায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিয়দ চেয়ারম্যান নির্বাচিত হন তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, শ্রেষ্ঠ সচিব নির্বাচিত হন তিনটহরী ইউনিয়ন পরিষদ সচিব সুমন মিয়া।

আরো পড়ুন :  কুমিল্লা ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে স্বেচ্ছাসেবক লীগ নেতার হুমকি

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হন মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের মোঃ আমিনুল ইসলাম, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন পরিষদের মোঃ হাবিবুর রহমান, মানিকছড়ি উপজেলার তিনটহরি ইউনিয়ন পরিষদের মোঃ নোয়াবুল হোসেন নবী। পরে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩৩
  • ৬:২৭