DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে নিশি বিউটি জোনের উদ্যোগে স্কিন কেয়ার প্রশিক্ষণ অনুষ্ঠিত

Astha Desk
নভেম্বর ২৮, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে নিশি বিউটি জোনের উদ্যোগে স্কিন কেয়ার প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়িতে নিশি বিউটি জোনের উদ্যোগে দিনব্যাপী স্কিন কেয়ার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের পানখাইয়া পাড়া রোড সংলগ্ন দ্বিতীয় তলায় নিশি বিউটি জোনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

নিশি বিউটি জোন এর পরিচালক আফরোজা আক্তার নিশি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

এসময় প্রধান অতিথি বলেন, আমরা সকলেই চাই নারী হিসেবে নিজেদের অবস্থান তৈরি হউক। আমাদের নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হউক। নিজের এবং পরিবারের জন্য আর্থিকভাবে অবস্থান তৈরি করুক, শুধুমাত্র চাকরি না, চাকরি ছাড়াও নারীরা বিভিন্নভাবে স্বাবলম্বী হওয়া যায়। নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।

তিনি আরও বলেন, স্কিন কেয়ারের জন্য প্রোডাক্টস গ্রাহকদের মাঝে দেয়া হবে, সেটা যেন ভালো মানের হয়। আস্থা এবং বিশ্বাসের জায়গা যেন তৈরি হয়। সেই সাথে যেন সব সময় ভালো সেবা দেয়ার অনুরোধ জানান তিনি।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কসমিটালোজিস্ট এ. কে. এস অনিমিথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংরাদেশ কৃষি ব্যাংক খাগড়াছড়ি জেলা শাখা এর দেবাশীষ ত্রিপুরা, আকিকা আক্তার প্রমূখ।

প্রশিক্ষণে নারীদের চুল এবং ত্বক, হেয়ার স্প্যা, চুল গাঢ়, চুলের অভ্যন্তরীণ রসায়ন বিষয়ে গভীরতম জ্ঞানের উপর বিষদ আলোচনা করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪