খাগড়াছড়িতে ফিল্মি স্টাইলে ছিনতাই হওয়া বাস গাড়ি উদ্ধার, আটক-১
রহিম হৃদয়/খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি সদর থেকে ফিল্মি স্টাইলে ছিনতাই হওয়া বাস গাড়িটি জালিয়া পাড়া থেকে ইকোনো সার্ভিসের ঢাকা মেট্রো-ব-১৪-৬১৮৫ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ‘সুপারম্যান’খ্যাত ছিনতাইকারী মোঃ জামাল হোসেন (৩২)কে।
খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ারের পশ্চিম পাশে খাগড়াছড়ি টু ঢাকা সড়কের উপর থেকে শনিবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১-৪৫ মিঃ ইকোনো সার্ভিস বাসটি ছিনতাই করা হয়।
সুপারম্যান’খ্যাত ছিনতাইকারী ১ম দফায় রাত সোয়া ২ টার দিকে মাটিরাঙ্গা সেনা জোনের দুইটি ব্রেকেট ভেঙ্গে পালিয়ে যায় (দুইটি ব্রেকেটের বাজার মূল্য-৩৪ হাজার) টাকা।
পরবর্তীতে পথে মধ্যে তাকে আটকাতে বেশ কয়েকটা বাস ট্রাকের মাধ্যমে বাঁধার দিয়ে আটকানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। বরং সে সেগুলোকে পাশ কাটিয়ে গুইমারা পর্যন্ত চলে যায়। রাত সোয়া ২ টার দিকে গুইমারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাঁধা ভেঙ্গে দিয়ে পালিয়ে যায়।
সবশেষে রাত-২টা ২৫ মিনিটে জালিয়া পাড়া এলাকায় কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ লাগলে তাকে ধরতে সক্ষম হন। সার্বক্ষণিক তার পিছু পিছু ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, এ যেন সিনেমা কেও হার মানায়।
গুইমারা থানার ওসি রাজীব কুমার কর বলেন, পুলিশের আভিযানিক দল সুকৌশলে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার ও ছিনতাইকারী খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং, দক্ষিণ আচলন গ্রামের বাসিন্দা মৃত গুলফু মিয়ার ছেলেকে আটক করেছে।