DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বই পড়া নিয়ে সেমিনার অনুষ্টিত

Astha Desk
নভেম্বর ১১, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে বই পড়া নিয়ে সেমিনার অনুষ্টিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি সরকারি হাইস্কুল অডিটোরিয়ামে মানসিক ও আর্থ সামাজিক উন্নয়নের জন্য বই পড়া কর্মসূচির ভূমিকা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর/২৪) এ সেমিনান অনুষ্ঠিত হয়।

মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার খাগড়াছড়ি সদর এর আয়োজনে গ্রুপ ভিত্তিক বই পাঠ ও কুইজ প্রতিযোগিতায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফখরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মি. ওয়েন চাকমা, জেলা শিক্ষা কর্মকর্তার সহকারী পরিদর্শক মোঃ রবিউল হোসেন, সিনিয়র শিক্ষক সফর আলী মনির , খাগড়াছড়ি সদর থানার এস. আই আজম খান প্রমূখ।

মাস্টারদা সূর্য সেন গণপাঠাগারের সভাপতি সামছুল তপনের সভাপতিত্বে ও সহ- সভাপতি মিজ লক্ষিপুতি চাকমা ও পাঠাগারের সদস্য মোঃ জসিম উদ্দিনের উপস্থাপনায় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মি. উষা মারমা ও লাইব্রেরিয়ান চরন বিকাশ ত্রিপুরা বই পাঠ করে শোনান।

এ ছাড়াও পাঠাগারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নাল আবেদীন, সাধারণ সদস্য সাগর খান ও নাজমিম সুলতানা বই পাঠ করে শোনান।

প্রধান অতিথি এস এম মোসলেম উদ্দিন বই পড়ার উপকারিতা, বই পড়ে জ্ঞান অর্জন, মানসিক ও আর্থ সামাজিক উন্নয়নের বিষয়ে নানান মূল্যবান তথ্য তুলে ধরেন।

অংশগ্রহণকারী ১শ ২০ জন শিক্ষার্থীর মধ্যে গ্রুপ ভিত্তিক বই পাঠ করে ১১ জন বিজয়ী হয়। কুইজ প্রতিযোগিতায় সঠিক উত্তর দেওয়ায় পুরস্কার প্রদান করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮