খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মদিন উদযাপন
- আপডেট সময় : ০২:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১০২৩ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মদিন উদযাপন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মোৎসব উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে উদ্বোধন ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির কেন্দ্রীয় লক্ষী নারায়ন মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি জেলার শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ এর সহ-সভাপতি আশীষ ভট্টাচার্য্য সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ একটি বহু ভাষা, বহু জাতি ও বহু ধর্মের দেশ। দেশ তো আমাদের সকলের। বঙ্গবন্ধুর কন্যার সৎ চিন্তার মাধ্যমে এদেশের সকল ধর্মের মানুষ আজ শান্তির সহাবস্থানে বসবাস করছে। তার সৎ চিন্তা, মহৎ উদ্যোগের কারণেই আজ আমরা সোনার বাংলাদেশ পেয়েছি। দেশের শান্তির জন্য শেখ হাসিনার আবির্ভাব বারবার হতে হবে। সকল ধর্ম যে যার যার মতাদর্শের মাধ্যমে পালন করতে পারছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোহতাশিম হায়দার চৌধুরী, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।