শিরোনাম:
খাগড়াছড়িতে বাড়িতে লাগা আগুনে, প্রভাষকের মৃত্যু
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:৫৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৫৫ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
খাগড়াছড়িতে বাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে মাওস্রিজিতা দেওয়ান নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলা সদরের কলেজপাড়ার বাড়িতে আগুন লেগে তার মৃত্যু হয়।
নিহত মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলার প্রভাষক ছিলেন।নিহতের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, রাত ১১টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির অন্যরা বের হতে পারলেও মাওস্রিজিতা আটকা পড়ে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা।



















