DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Astha Desk
সেপ্টেম্বর ১, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক শো-ডাউনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, কেক কাটা ও শেষে র‌্যালি নিয়ে শহরে স্থাপিত বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে দলীয় নেতাকর্মীর পুস্পমাল্য অর্পন করে।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির, সভাপতি ওয়াদুদ ভূইয়া, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, নাসির আহমেদ চৌধুরী, মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রব রাজা, আবু তালেব, খনি রঞ্জন ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদার, পৌর বিএনপির সভাপতি জহির আহমেদ, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা ছাত্রদলের সভাপতি সাহেদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম ও জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]