DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ‘বৈসাবির’ বর্ণিল শোভাযাত্রা

Astha Desk
এপ্রিল ১১, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে ‘বৈসাবির’ বর্ণিল শোভাযাত্রা

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

পাহাড়ের প্রাণের উৎসব বৈসাবি উপলক্ষে ঐতিহ্যবাহী বর্ণিল অনুষ্ঠান মালার আয়োজন করেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। আজ মঙ্গলবার ১১ এপ্রিল সকালে জেলা সদসরস্থ শহরের জেলা পরিষদ চত্তরে শান্তির প্রতিক পায়রা ও রঙ বে-রঙের বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহি, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মোঃ নাইমুল হক, ডিজিএফআই’র ডেট কমান্ডার লে. কর্ণেল শাহ আলম সিদ্দিক, সদর জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ আবুল হাসনাত, এএসইউ’র ডেট কমান্ডার মেজর রেজা-ই-রাব্বি, এনএসআই’র যুগ্ন-পরিচালক মোঃ ফিরোজ রাব্বানী, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মোঃ জাহিদ হাসান, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন সামরিক-বেসামরিক নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।

 


পার্বত্য জেলা পরিষদ থেকে শুরু হয়ে র‌্যালিটি শহর ঘুরে শাপ্লা চত্ত¡র হয়ে পৌর টাউনহলে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য এ র‌্যালিতে বাঙালি, চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ে মানুষ ঐতিহ্যবাহী পোশাকে সুসজ্জিত হয়ে নিজেদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির বৈচিত্র তুলে ধরেন। পরে টাইনহল চত্ত্বরে বৈসু, সাংগ্রাই, বিঝু ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী ডিসপ্লে (নৃত্য) অনুষ্ঠিত হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮