DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্বোধন

Astha Desk
জানুয়ারি ৩১, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্বোধন

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

 

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার মূলক জনবান্ধব কর্মসূচীর আলোকে শহর সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে খাগড়াছড়ি জেলা সদরে ভিক্ষুক পুণবার্সন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি)খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী এই কর্মসূচির উদ্বোধন করেন।

 

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সংক্রান্ত খাগড়াছড়ি পৌরসভা কমিটির উদ্যোগে ০৬ নং ওয়ার্ডে শালবন এলাকার বাসিন্দা ভিক্ষুক রেজিয়া বেগম এর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে একটি সবজি ও মাছের দোকান উদ্বোধনের মাধ্যমে তিনি মানবিক এ কর্মসূচির শুভ সূচনা করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক রোকেয়া বেগম শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল আহসান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, মোঃ রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮