DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Online Incharge
সেপ্টেম্বর ৯, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি বিএনপির জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করে।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এবং কলাবাগানে খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইঁয়ার বৈঠক খানায় সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

জাতীয়তাবাদী মহিলা দল খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইঁয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুফ চৌধুরী, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমাসহ মহিলাদলের সকল নেত্রীবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারকে বিদায় করে বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃ উদ্ধারের জন্য বাংলাদেশের গণমানুষের পাশাপাশি সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আজকে যেমন (মহিলা) আপনারা রাজপথে এক হয়েছেন। এই শেখ হাসিনার শেষ কার্য ঘন্টা পর্যন্ত আপনারা রাস্তায় থাকবেন এই আহবান রাখছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭