খাগড়াছড়ির দীঘিনালায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক
- আপডেট সময় : ১২:১৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১০৯৫ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় অস্ত্রসহ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে উপজেলরা বাবুছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত সন্ত্রাসীর নাম সুনীল চাকমা ওরফে সুভাষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব।
রাত সোয়া ১২টার দিকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল বাবুছড়া থেকে দীঘিনালা যাওয়ার পথে আরোহীদের চ্যালেঞ্জ করে দাঁড়ানোর সংকেত দেয় যৌথবাহিনীর সদস্যরা। এসময় চলন্তবস্থায় বাইক থেকে একজন লাফ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
এ সময় অভিযানিক দল তাৎক্ষণিক তল্লাশি করে তার কাছ থেকে একটি পিস্তল (৭.৬৫ মি. মি. চায়না), ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড অ্যামোনিশেন, ১৭ হাজার ৬৩৫ টাকা, দুটি মোবাইল ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।
আটককৃত সুভাষ চাকমা আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ মূল সশস্ত্র সন্ত্রাসী। সে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির লক্ষ্যে মোটরসাইকেল নিয়ে বাবুছড়া থেকে দীঘিনালায় আসছিল।



















