DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ ভিডিওসহ

Astha Desk
নভেম্বর ১০, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১০ম অন্তর্বর্তীকালীন পরিষদ আজ রবিবার (১০নভেম্বর) সকালে দায়িত্ব গ্রহণ করেছে।

এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসাসহ নবগঠিত পরিষদের সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত অন্তবর্তীকালীন পরিষদে ১৪ জন সদস্য প্রফেসর আবদুল লতিফ, এ্যাডভোকেট মনজিলা সুলতানা, শেফালিকা ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, মোঃ শহিদুল ইসলাম, জয়া ত্রিপুরা, মোঃ মাহবুবুল আলম উপস্থিত হয়ে পরিচয় পর্বে অংশগ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, সম্প্রীতির কোন বিকল্প নাই। সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির জেলা হোক খাগড়াছড়ি পার্বত্য জেলা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা বৈষম্যহীন সম্প্রীতির খাগড়াছড়ি বির্নিমানে কাজ করব। জেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এ পার্বত্য জেলা পরিষদ। এ প্রতিষ্ঠানের প্রতি সকলের আস্থার পরিবেশ সৃষ্টিতে কাজ করবে। আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনে আমি সকলের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, নব নিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা পার্বত্য জেলা পরিষদ গঠনের পর থেকে নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে তিনিই প্রথমবারের মতো নারী চেয়ারম্যান। ১৯৮৯ সালে বর্তমান পার্বত্য জেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরিষদের ইতিহাসে এটিই ছিল প্রথম ও শেষ নির্বাচন। ওই নির্বাচনে নির্বাচিত হয় সমীরণ দেওয়ান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮