DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন সাধারণ সভা ও গুনীজন সংবর্ধনা

Astha Desk
নভেম্বর ২২, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন সাধারণ সভা ও গুনীজন সংবর্ধনা
রহিম হৃদয়/খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার(২২নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদরস্থ অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনানঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জহুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এবং অনুষ্ঠান উদ্বোধন করেন গুণী সাংবাদিক  ও দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ. কে. এম মকসুদ আহমেদ।
আলোচনা সভায় গুণী ও সিনিযর সাংবাদিকদের সংবর্ধনা দেয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, গুণী সাংবাদিক ও বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি ও গুণী সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙ্গামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দিন মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ জাহিদ হাসান প্রমূখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]