DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মারিশ্যা জোন

Astha Desk
ডিসেম্বর ৩, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মারিশ্যা জোন

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/রহিম হৃদয়/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মারিশ্যা জোন। আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) খাগড়াছড়ি স্টেডিয়ামে ফাইনালে মহালছড়ি জোনকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় মারিশ্যা জোন

শিরোপা মঞ্চে ম্যাচের পঞ্চম মিনিটে মঞ আলমের গোলে মারিশ্যা লিড পায়। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মঞ্জুরুল। মহালছড়ি প্রথমার্ধে গোল না পেলেও ৫৫ মিনিটে ব্যবধান কমায়। পরে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা গড়ালেও গোলের দেখা মেলেনি আর। ২-১ গোলে জয় নিশ্চিত করে মারিশ্যা জোন

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এসময় খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া,
জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি রিজিয়ন জিএসও-২ (ইন্ট) মেজর মো. জাবির সোবহান মিয়াদ, পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তারউপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন দলকে ট্রফি সাথে ১ লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা দেয়া হয়। অনুষ্ঠানে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতাকে ক্রেস্ট দেয়া হয়।

অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবলার মনিকা চাকমা ও জাতীয় অনূর্ধ্ব-২০ দলের গোলরক্ষক মোহাম্মদ আসিফকে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার হিসেবে নগদ অর্থ দেয়া হয়।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্ব “গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি” এ স্লোগানকে সামনে রেখে সেনাবাহিনী স্থানীয় যুবকদের ক্রীড়ার মাধ্যমে সন্ত্রাস ও মাদক মুক্ত যুব সমাজ তৈরীর লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭
  • ১২:১০
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৫১
  • ৬:৪৩