DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি লক্ষ্মী নারায়ণ মন্দিরে রাস উৎসব পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া

Astha Desk
নভেম্বর ১৬, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি লক্ষ্মী নারায়ণ মন্দিরে রাস উৎসব পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া

 

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে চার দিনব্যাপী রাস উৎসব চলছে। আয়োজক কমিটির আমন্ত্রণে রাস উৎসব পরিদর্শনে যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডর সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। আজ শনিবার (১৬ নভেম্বর) বিকালে রাস উৎসব ঘুরে দেখেন তিনি।

খাগড়াছড়ি লক্ষ্মী নারায়ণ মন্দিরের রাস উৎসবকে ঘিরে মন্দিরে বেড়েছে সকল সম্প্রদায়ের লোক সমাগম। ঢাকের বাদ্য, উলুধ্বনি, ধূপ আর পূজার নৈবেদ্যতে চলছে রাসপূজা। বসেছে মেলাও।

ওয়াদুদ ভূঁইয়া দর্শনার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও মন্দির কমিটি ওয়াদুদ ভূঁইয়াকে ক্রেস প্রদান করেন।

উৎসব উপলক্ষে খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দিরের আশপাশের এলাকায় মেলায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা নানা পসরা নিয়ে এসেছেন।

পরিদর্শনের সময়ের সাথে ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, যুগ্ম-সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]