DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি সেনা সহায়তায় ও পৌরসভার ব্যবস্থাপনায় ৫ মানসিক রোগী গেলো পাবনা

DoinikAstha
সেপ্টেম্বর ৩, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ খাগড়াছড়ি সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় ও খাগড়াছড়ি পৌরসভার ব্যবস্থাপনায় ৫ অসহায় মানসিক ভারসাম্যহীনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে পাবনার মানসিক হাসপাতালে।

আজ শুক্রবার (৩রা সেপ্টেম্বর) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীর সভাপতিত্বে এ মানবিক সহায়তার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মোঃ জাহিদ হাসান। এসময় প্রধান অতিথি বলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার স্যারের নির্দেশে, খাগড়াছড়ি পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় ও সমাজসেবার সহযোগিতায় কাজটি করতে সম্ভব হয়েছে।

যেকোনো অসম্ভব কাজও সহজে করা যায়, যদি সম্মিলিত প্রচেষ্টা থাকে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক, জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রফেশান অফিসার কীর্তি বিজয় চাকমা, প্যানেল মেয়র পরিমল দেবনাথ প্রমুখ।

আরো পড়ুন :  অগ্রসর কর্মী শিক্ষা শিবির/২৫ খাগড়াছড়িতে সম্পন্ন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]