DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাদ্য সংকটের মিয়ানমারের ৩৪ লাখ মানুষ

DoinikAstha
এপ্রিল ২২, ২০২১ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে চলমান আন্দোলন আর সহিংসতায় দেশজুড়ে তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (২২ মার্চ) এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অস্থিরতার কারণে লাখ লাখ মানুষ অর্থ সংকটে রয়েছে যা শীঘ্রই দেশটিতে খাদ্য সংকট ডেকে আনবে।

জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তথা বিশ্ব খাদ্য কর্মসূচির এক পরিসংখ্যানে দেখা গেছে, শহরের বাইরের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উৎপাদন, নির্মাণ ও জনসেবা খাত ব্যহত হওয়ার কারণে খাদ্যদ্রব্যের মূল্য স্ফিতি দেখা দিয়েছে। মিয়ানমারের বিভিন্ন রাজ্যে চাল ও ভোজ্য তেলের দাম পাঁচ থেকে আট শতাংশ বেড়েছে।

ফলে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে মিয়ানমারের ৩৪ লাখ মানুষ খাবার যোগাড় করতে সমস্যায় পড়বে। বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়ায় এই অনিশ্চয়তা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছে জাতিসংঘ।

বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে অনেকেই তিন বেলা খাবার যোগাতে হিমশিম খাচ্ছেন। এমনকি আয় রোজগার বন্ধ থাকায় ঋণগ্রস্ত হয়ে পড়ছেন অনেকেই। এমন পরিস্থিতিতে দেশটির ৩৩ লাখ মানুষকে ১০ কোটি ৬০ লাখ ডলার অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচির দাতব্য সংস্থাগুলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০