DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে জুলাই ২০২৪
ঢাকাশনিবার ২৭শে জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খালেদার উন্নত চিকিৎসার জন্য সরকার চাইলে আবেদনও করা হবে: মাহবুবউদ্দিন খোকন

News Editor
সেপ্টেম্বর ২৭, ২০২০ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে তার আনজীবী ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, সরকার যদি চায়, চেয়ারপারসনের পরিবার আবেদন করলে দেশে অথবা বিদেশে তিনি উন্নতি চিকিৎসা নিতে পারবেন। সেক্ষেত্রে বেঁধে দেয়া শর্ত তুলে নেয়া নেবে-এমন নিশ্চয়তা পেলে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে। শনিবার রাতে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রাত ৮ টার দিকে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। জানা গেছে,খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, বিদেশে যেতে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি পরামর্শ এবং এ সংক্রান্ত আবেদনের বিষয়ে চেয়ারপারসনের সঙ্গে তিনি আলোচনা করেছেন।

এর আগে ২৭ মে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। এরপর ২৯ আগস্ট দ্বিতীয় দফায় দেখা করেন তিনি। গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সাময়িক মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে গুলশানে বাসভবন ফিরোজায় আছেন। গত ৩ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে আরও ছয় মাস সাজা স্থগিত করে সরকার। তবে এক্ষেত্রে আগের দুই শর্ত মানতে হবে তাকে। সেগুলো হলো- এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

আর পড়ুন :পরকীয়া প্রেমিকের হাত ধরে পালাল প্রবাসীর স্ত্রী

ইতিহাসে আমি প্রথম যেখানে সবাই ধর্ষিতার ছবি দেখতে চাচ্ছে

ভাই আমার মা অসুস্থ, একটা টিকেট দিয়ে আমারে দেশে পাঠান

জানতে চাইলে মাহবুব উদ্দিন খোকন বলেন, সরকার চাইলেই শর্ত তুলে নিতে পারে। কারণ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নেই। করোনা পরিস্থিতির কারণে তার যে চিকিৎসা সেটা হচ্ছে না। সরকার যদি চায় চেয়ারপারসনের পরিবার আবেদন করলে শর্ত তুলে নিবে তাহলে উন্নত চিকিৎসার স্বার্থে আবেদন করতে কোনো সমস্যা নেই। সেটা সরকার বললেই পারে।

তিনি আরও বলেন, আর আবেদন একটা করাই আছে। প্রয়োজন হলেও সরকার সেটাকেও তারা অনুসরণ করতে পারে। এই মুহুর্তে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন। আমরা এখানেই বেশি জোর দিচ্ছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১১
  • ৫:২৪