DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে সরকারের নির্মম ও নিষ্ঠুর আচরণ-গণতন্ত্র মঞ্চ

Astha Desk
অক্টোবর ২, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে সরকারের নির্মম ও নিষ্ঠুর আচরণ-গণতন্ত্র মঞ্চ

আস্থা ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা মানবিক ও নাগরিক অধিকার। তার চিকিৎসা নিয়ে রাজনৈতিক দর কষাকষির কোনো সুযোগ নাই। চিকিৎসা পাওয়ার মানবিক অধিকার খর্ব করে তাঁর স্বাস্থ্যগত যেকোনো পরিস্থিতি ও ঝুঁকির দায় পুরোপুরি সরকারকে বহন করতে হবে। বেগম জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্য নির্মম ও নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ।

আজ সোমবার (২ অক্টোবর) দুপুরে পুরানা পল্টনের দারুসসালাম বিল্ডিংয়ে গণতন্ত্র মঞ্চের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় পরিচালনা কমিটির এক সভায় বক্তারা এ মন্তব্য করেন।

সভায় ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু ও যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও আনসার আলী দুলাল এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র মঞ্চের পরবর্তী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)র সভাপতি আ স ম আবদুর রব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০