করোনাকালে প্রধামন্ত্রীর দেয়া ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রকল্পের ৮ মেট্রিক টন সরকারি চাল কালোবাজারে বিক্রির সময় উদ্ধার করেছে র্যাব-৬ খুলনা।
খুলনা মহানগরীর লবণচরা এলাকার একটি রাইস মিল থেকে এই চাল উদ্ধার হয়। এ সময় একটি ট্রাক, একটি ট্রলারও জব্দ করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা সিদ্ধান্ত বুধবার
আসামিরা হলেন- মো. সামসুল ইসলাম উরফে শাহাজাদা আকুঞ্জী (২৮) ও মো. মোস্তফা কামাল তালুকদার (৪৮)। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর বিকেলে খুলনার লবণচরা থানাধীন রূপসা ব্রিজ সংলগ্ন মেসার্স রূপসা অটোরাইস মিলে অভিযান চালায় র্যাবের একটি দল।
সেখান থেকে শাহাজাদা ও মোস্তফা কামালকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ৮০১০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা জানান, পলাতক আসামি আতিকুর রহমান আকুঞ্জির সহায়তায় তারা দুইজন দীর্ঘদিন যাবৎ সরকারি চাল মজুদ করে কালোবাজারির মাধ্যমে ক্রয়-বিক্রয় করে আসছে।
আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানায়, সরকারি সিল লাগানো বস্তাগুলো পরিবর্তন করে অন্য বস্তায় চাল প্যাকেটিং করে তারা চাল ক্রয় বিক্রয় করে আসছে।
পলাতক আসামির বিরুদ্ধে কেএমপি, খুলনার লবণচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।