গণতন্ত্রের কথা বলায় আটক খালেদা জিয়া-আফরোজা আব্বাস
আমিনুল জুয়েল/নওগাঁ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অপরাধ রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতে চেয়েছেন। বাংলাদেশের গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন আর মানুষের ভোটের অধিকার নিয়ে তিনি কথা বলেছেন। দেশের জনগণের পক্ষে কথা বলায় তাঁকে আজকে অন্যায়ভাবে আটক করে অত্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
আজ দুপুরে নওগাঁয় কে.ডি মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে জেলা মহিলা দল আয়োজিত এক কর্মী সভায় তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি দেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এই চেষ্টা অব্যাহত থাকবে যতদিন না চোরের দল আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়ে। রাতের ভোটে মানুষের যে অধিকার হরণ করা হয়েছে, জনগণকে আমরা প্রকৃত ভোটের অধিকার ফিরিয়ে দেবো।
ভারতকে অনেক দেওয়া হয়েছে উল্লেখ করে আফরোজা আব্বাস আরও বলেন, ভারত কি দিয়েছেন? কতটুকু দিয়েছেন? কেন দিয়েছেন জনগণ জানতে চায়। আমাদেরকে বলুন ভারতকে এমন কি দিয়েছেন যা যথেষ্ট হয়েছে। দেশের নাগরিক হিসেবে আমাদের জানার অধিকার রয়েছে।
চোরের দল, চাটার দল উল্লেখ করে তিনি বলেন, স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই আওয়ামী লীগ দলকে চোরের দল আর চাটার দল বলে আখ্যায়িত করছেন।
তিনি আরও বলেন, মানুষের ভোটের অধিকার চুরি করে বা হরণ করে বেশি দিন (স্থায়ী) ক্ষমতায় থাকা যাবে না। আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ফিরিয়ে দিন। নইলে দেশের সকল জনগণকে সাথে নিয়ে আরও বেগবান আন্দোলন করা হবে। সেই আন্দোলনে এই ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত।
কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরীর সভাপতি বেগম জাহান পান্না, রায়হান আখতার রনি সাবেক সাংসদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নওগাঁ শাখার সাবেক সভাপতি শবনম মোস্তারী কলি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নওগাঁ শাখার সাবেক সদস্য সচিব ও নওগাঁ জেলা আহবায়ক কমিটির সদস্য সীমা চৌধুরী প্রমূখ।