জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে একটি উঁচু পর্যায়ের ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড ইন্টিগ্রিটি প্যানেলে বকৃতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, উন্নয়নশীল ও গরিব দেশগুলো থেকে চুরি করা অর্থ অবশ্যই দ্রুত ফেরত দিতে হবে। একইসঙ্গে তিনি বলেছেন, গরিব দেশগুলোর ওপর ধনী দেশগুলো যে শোষণ চালায় তা বন্ধ করতে হবে।
এ সময় গরিব ও উন্নয়নশীল দেশগুলোর এই রক্তক্ষরণ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃআলিবাবাকে ছাড়িয়ে গেল চীনের বৃহত্তম বোতলজাত জল প্রস্তুতকারক কোম্পানি
তিনি আরও বলেন, মাল্টি-ন্যাশনাল কোম্পানিগুলোর কর ফাঁকির কারণে প্রতি বছর শত শত কোটি ডলার নষ্ট হয়। ট্রিলিয়ন ডলারের অবৈধ অর্থ ট্যাক্সের নামে জমা হয়। তিনি অর্থের অবৈধ প্রবাহ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।