গাইবান্ধার একমাত্র বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মারা গেছেন
- আপডেট সময় : ১০:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১০৮৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার একমাত্র বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মারা গেছেন
আতিকুর রহমান আতিক,মফস্বল ডেস্ক থেকে :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের একমাত্র বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা বদিউল আলম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
২৮ জুন সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর । তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সুত্রে জানা যায়, মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হলে বদিউল আলম ফ্রান্স থেকে এসে মুক্তিযুদ্ধে যোগদান করেন। যুদ্ধকালীন সময় আরও সাত জনকে সাথে নিয়ে গড়ে তোলেন প্রথম নৌ কমান্ড। যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত হন তিনি । তিনি গাইবান্ধা জেলার একমাত্র বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
[irp]


























