গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোভ্যান চালক হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার-৩
- আপডেট সময় : ১২:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১০৭৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোভ্যান চালক হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার-৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অটোভ্যান চালক হামিদুল হত্যার প্রধান আসামী সাইদুর রহমানসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব ।
বুধবার (২৭ জানুয়ারি) সকালে জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১৩ গাইবান্ধা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল মাদারদহ গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইদুর রহমান, সুন্দরগঞ্জ উপজেলার মৃত গোলে হেসেনের ছেলে সাইফুল ইসলাম ও মৃত আশরাফ বেপারীর ছেলে হাসিফুল।
র্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
এসময় আসামীদের সাথে আরও কেউ সহযোগী আছে কিনা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও উল্লেখ করেন কোম্পানি অধিনায়ক।

















