DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতি হওয়া ৭টি মহিষ উদ্ধার : ট্রাকসহ ১ ডাকাত  আটক 

DoinikAstha
আগস্ট ৩, ২০২১ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতি হওয়া ৭টি মহিষ উদ্ধার : ট্রাকসহ ১ ডাকাত  আটক

 

মো: আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে  :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ডাকাতি হওয়া ৭টি মহিষ সহ ট্রাক উদ্ধারের পাশাপাশি ১ ডাকাত সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (১ আগস্ট) মহিষ সহ ট্রাকটি ডাকাতরা নিয়ে যায়।
সোমবার (২ আগস্ট) রাত ১১টার দিকে নওগাঁর বদলগাছি থেকে ৭টি মহিষ ও পরিত্যক্ত অবস্থায় ডাকাতি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।
এর আগে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার স্থায়ী বাসিন্দা নূর ইসলামের ছেলে সাইফুলকে (৩০) আটক করে।

থানা সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারার মদনপুর নামক স্থান থেকে ট্রাক বোঝাই মহিষগুলো ডাকাতি করে নিয়ে যায় ডাকাতরা।
এদিন বগুড়া জেলার সারিকান্দি থানার বড়াইল এলাকা হতে ৭টি মহিষ ক্রয় করেন গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারাপুরের মহিষ ব্যবসায়ী আতোয়ার।
তিনি একটি পিকআপ যোগে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল ট্রাকের ড্রাইভার, মহিষের মালিকসহ ট্রাকে থাকা কয়েকজন রাখালকে মারপিট করে বেঁধে জমির মধ্যে ফেলে রেখে যায়।
তাদের কাছে থাকা টাকা, ৫টি মোবাইল ফোন ডাকাতরা নিয়ে যায়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই আরিফের নেতৃত্বে একটি টিম দিনব্যাপী সাড়াশি অভিযান চালায়। একপর্যায়ে আক্কেলপুর থানার সহযোগিতায় তিলকপুর এলাকা হতে ৭টি মহিষ উদ্ধার ও একজন ডাকাত সদস্যকে আটক করা হয়।
তাকে নিয়ে অভিযান চালিয়ে নওগাঁর বদলগাছি থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, একজনকে আটক করা হয়েছে । পুলিশের অভিযানের প্রেক্ষিতে ডাকাত দলের সদস্যরা আত্মগোপনে চলে যাওয়ায় তাদের আটক করতে বিভিন্ন জেলায় অভিযান চলমান রয়েছে।

 

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০