গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যা নিয়ন্ত্রন বাধ ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের বন্যা নিয়ন্ত্রন বাধ ভেঙ্গে প্রায় ৭টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।
নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছে এলাকাবাসী।
বাধ ভাঙ্গার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বানভাসী মানুষের সাথে কথা বলেন।
ভাঙ্গা বাধ পরিদর্শন শেষে ঝুকিপূর্ন বিশ্বনাথপুর ও ছোট দূর্গাপুর গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাধ ভাঙ্গন রোধে জরুরী সংস্কার কাজ পরিদর্শন করেন।
এছাড়াও উপজেলা পরিষদের আর্থিক সহায়তায় ইউপি চেয়ারম্যানরা অন্যান্য ঝঁকিপূর্ন বাঁধগুলো রক্ষা করার চেষ্টা করছেন৷
আরও পড়ুন ঃগাইবান্ধায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এস পি
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জসহ অন্যান্যরা।