গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০২:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৪২ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমিনুর রহমান (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
আমিনুর রহমান পলাতক থাকার এক যুগ পর অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
২৫ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান।
গ্রেফতারকৃত আমিনুর রহমান উপজেলার দামুদারপুর চিয়ারগাঁও গ্রামের আনিছুর রহমানের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি একেএম মেহেদী হাসান জানান, আসামি আমিনুর রহমানের বিরুদ্ধে জিআর ২১৪/০৭ এবং দ্রুত বিচার আইন/০২ থাকা মামলায় তাকে ৪ বছরের সাজা দেন বিজ্ঞ আদালত। এরপর আত্মসমর্পণ না করে প্রায় এক যুগ ধরে পলাতক ছিলেন আমিনুর রহমান। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার দুবলাগাড়ীস্থ তার শ্বশুর বাড়ি থেকে বৃহস্পতিবার ভোররাতে গ্রেফতার করা হয়।