গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
- আপডেট সময় : ১২:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৫৬ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় চাঁন মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারী) বিকেল ৩টার দিকে পলাশবাড়ী পৌরশহরের রংপুর-বগুড়া মহাসড়কের ড্রীমল্যান্ড নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া পৌরশহরের জগরজানি গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে বলে জানাগেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরশহরের ড্রীমল্যান্ড নামক স্থান হতে ব্যাটারী চালিত একটি ভ্যান যোগে চাঁন মিয়া পৌরশহরে আসছিলেন।
অপরদিকে, বগুড়া থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চাঁন মিয়ার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী ঘাতক মাইক্রোবাসটি আটক করে রাখে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



















