শিরোনাম:
গাইবান্ধার বাদিয়াখালীতে সুমন ট্রেডার্সে চুরি সংঘটিত
News Editor
- আপডেট সময় : ০৩:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭১ বার পড়া হয়েছে
গাইবান্ধার বাদিয়াখালীতে সুমন ট্রেডার্সে চুরি সংঘটিত
আতিকুর রহমান আতিক: গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের পুরাতন বাদিয়াখালী বাজারে ৮ ফেব্রুয়ারী সোমবার রাতে সুমন ট্রেডার্স নামে এক দোকানে চুরি সংঘটিত হয়েছে। গাইবান্ধা সদর থানার অভিযোগ সুত্রে জানাযায়, দোকানের মালিকের ছেলে গোলাম রহমান সুমন প্রতিদিন সকাল ৯ টায় দোকান খোলে ও রাত্রি অনুমান ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ী চলে যায়।
প্রতিদিনের ন্যায় ঠিক একই নিয়মে ৮ ফেব্রুয়ারী সোমবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে চলে যায় সুমন। পরের দিন সকাল ৬ টার সময় এলাকার লোকেরা সুমন কে মোবাইলে জানান তার দোকান ঘর খোলা ও দোকানে কেই নাই। তৎক্ষনাৎ সুমন এসে দেখতে পায় তার দোকানের সাটার খোলা ও ওয়ারড্রপ ভেঙে সেখানে রাখা ১৩ লাখ ৮০ হাজার টাকা নাই। এবং সেই সাথে সিসি ক্যামেরা ক্যামেরার হার্ডডিক্স ও ওয়ারড্রপে রাখা বিভিন্ন কাগজ পত্র চুরি করে নিয়ে যায় অঙ্গাত চোরেরা।

















