DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় কর্মহীন ২০০ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর  সহায়তা প্রদান

DoinikAstha
জুলাই ২৭, ২০২১ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

গাইবান্ধায় কর্মহীন ২০০ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর  সহায়তা প্রদান

আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে  :

গাইবান্ধা জেলায় টানা লকডাউনের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি মানুষেরা। এসব মানুষদের মধ্যে প্রধানমন্ত্রী দেয়া খাদ্যসামগ্রী ২০০ জনের মাঝে বিতরণ করা হয়েছে ।

২৭ জুলাই মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১০০ জন দোকান কর্মচারী ও ১০০ জন ইলেক্ট্রিশিয়ানসহ মোটা ২০০ জন কর্মহীনদের মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে । এসবের মধ্যে প্রত্যেককে চাল, ডাল, মুড়ি, আটা, তেল ও চিনি দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আব্দুর রাফিউল আলম, দোকান মালিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোকসেদুর রহমান শাহান ও ব্যবসায়ী পারভেজ প্রমুখ।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বলেন, পর্যায়ক্রমে গাইবান্ধার সকল কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হবে। সেই সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সরকারি বিধিনিষেধ মেনে চলার আহবান জানান।

 

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]