শিরোনাম:
গাইবান্ধায় ৭০০ গ্রাম গাঁজাসহ আটক ২
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:০০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১০৭৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আশরাফুল ইসলাম (৩৫) ও লিখন মিয়া (৩৭) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ৭০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ মার্চ) বিকেলে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভোর রাতে সাদুল্লাপুর শহরতলীর জয়েনপুর গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত আশরাফুল ইসলাম ওই গ্রামের তাহের মিয়ার ছেলে ও লিখন মিয়া একই এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, আটকদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজু করার পর মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয় । এছাড়া আশরাফুলের বিরুদ্ধে আরো ৪টি মামলা বিচারাধীন রয়েছে।
সাদুল্লাপুর থানাকে মাদকমুক্ত গড়তে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি মাসুদ রানা ।



















