DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা-৫ আসনের আওয়মী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা

Astha Desk
নভেম্বর ২২, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

গাইবান্ধা-৫ আসনের আওয়মী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা

ওমর ফারুক রনি/গাইবান্ধা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিতে দলীয় মনোনয়নের জন্য ৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি (বর্তমান সংসদ সদস্য) মাহমুদ হাসান রিপন, প্রয়াত ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়ার কনিষ্ঠ কন্যা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলি, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. গাইবান্ধা জেলা ছাত্র লীগের সাবেক সদস্য ও সাঘাটা উপজেলা যুবলীগ সদস্য সামশীল আরেফিন টিটু, সহ-সভাপতি মাহবুর রহমান লিটল, মুক্তিযুদ্ধ মঞ্চ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন, সুশীল চন্দ্র সরকার, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজসহ ৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে গত মঙ্গলবার বিকেল পর্যন্ত জানা গেছে।

আওয়ামী লীগের এসব দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের পক্ষের কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঢাকায় দলের কেন্দ্রীয় অফিস থেকে দলীয় ফরম সংগ্রহ করে দলীয় মনোনয়ন পেতে হাইকমান্ডের কাছে দৌড়-ঝাপ করছেন।

মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের অবস্থানের কথা তুলে ধরে বলেন , দলের হাইকমান্ডের কাছে তাঁরা মনোনয়ন চেয়েছেন দল পছন্দ করে যাকে মনোনয়ন দিবে ব্যক্তির জন্য না হলেও তাঁরা নৌকার পক্ষে কাজ করবেন বলে জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।