গাজীপুররে আধিপত্য বিস্তারের জেরে স্যানেটারী মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৩:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
গাজীপুর শহরে আধিপত্য বিস্তারের জেরে সাদেক আলী (৩২) নামের এক স্যানেটারী মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন যুবক। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় প্রধান আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বেশিরভাগই কলেজছাত্র।
এদের মধ্যে আকাশ এই মামলার প্রধান আসামি। আসামী মোবারক শহরের জজ আদালত এলাকার একটি হোটেলের বয়। কাওসার শহরের কাজী আজিম উদ্দীন কলেজ থেকে এবছর এইচএসসি উত্তীর্ণ হয়েছে, নিলয় একই কলেজের একাদশ শ্রেণীর, বিজয় রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ও ঈমন স্থানীয় লিংকন প্যারামেডিকেল ইনস্টিটিউটের ডিপ্লোমার ছাত্র।
এ সময় সালাম না দেওয়া নিয়ে গ্রেপ্তারকৃত যুবকদের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। পরে স্থানীয়রা তাদের সরিয়ে দিলে সাদেক বাসায় চলে যায়। এর কিছুক্ষণ পর আসামিরা ফের সাদেককে তার বাসা থেকে ডেকে বের করে এনে মারধর করে। এক পর্যায়ে তারা চাইনিজ কুড়াল দিয়ে গলার ডান পাশে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং আসামিরা পালিয়ে যায়।
জাকির হাসান আরো জানান, মামলার দুই নম্বর আসামি মেহেদী হাসান বিজয় মধ্য ছায়াবিথী এলাকার একটি প্রভাবশালী পরিবারের ছেলে। সে এলাকায় আধিপত্য বিস্তার ও তা ধরে রাখার জন্য সমবয়সী কয়েকজনের একটি গ্রুপ পরিচালনা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

















