DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১লা ডিসেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ১লা ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

Online Incharge
অক্টোবর ২৯, ২০২৩ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি মোঃ ফায়েজুর রহমান বলেন, রাত ১০টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মোড়ে দুর্বৃত্তরা চারটি ককটেল নিক্ষেপ করে। এতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। জাতীয় সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এছাড়া স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় মোটরসাইকেলের আগুন নেভাতে সক্ষম হয়। তবে তার আগেই মোটরসাইকেলটির বেশিরভাগ পুড়ে যায়।

ওসি আরও বলেন, এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব না। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গাজীপুর মহানগরের কোনাবাড়ি কলেজ গেইটের সামনে শনিবার রাত ৯টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে দাড়িয়ে থাকা একটি যাত্রীবিহীন একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুনে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪