DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৮ই ডিসেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ৮ই ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে চতুর্থদিনের মতো শ্রমিক বিক্ষোভ, গাড়িতে অগ্নিসংযোগ

Online Incharge
অক্টোবর ২৬, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে চতুর্থদিনের মতো শ্রমিক বিক্ষোভ, গাড়িতে অগ্নিসংযোগ

ইব্রাহীম খলিল/গাজিপুর প্রতিনিধিঃ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে টানা চতুর্থদিনের মতো শ্রমিক বিক্ষোভ অব্যাহত আছে। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পল্লী বিদুৎ এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগ করছে বিভিন্ন কারখানার আন্দোলনরত শ্রমিকরা। এছাড়াও মহাসড়কে বেশকিছু গাড়ি ভাঙচুর করেছেন তারা।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

সকাল থেকেই জেলার কোনাবাড়ী, মৌচাক, শফিপুর, পল্লী বিদ্যুৎ এলাকার গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনে নামেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে কয়েকবার সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে এ সময়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে।

শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনা করে আশপাশের অধিকাংশ শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। যে সকল প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেনি, সেসব কারখানা বন্ধ করার জন্য আন্দোলন ও মিছিল করেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, আমাদের বেতন সর্বনিম্ন ২৩ হাজার টাকা করতে হবে। দাবির জন্য আন্দোলন করে মার খাচ্ছি আমরা। অথচ অন্য কারখানায় শ্রমিকরা কাজ করবে এটা হতে পারে না। এজন্য সবাইকে নামানোর চেষ্টা করছি আন্দোলনে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ বিষয়ে কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, একটি জিপ গাড়িতে বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন দিয়েছে। শ্রমিকরা সকাল থেকে তাদের দাবি নিয়ে আন্দোলন করছে। এতে যান চলাচলে ধীরগতি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা, মহানগর ও শিল্প পুলিশ কাজ করছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩৩
  • ৬:২৭