গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের পূবাইলের নিমতলী রেল ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে টঙ্গী-ভৈরব রেল সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, সকালে নিমতলী রেল ব্রিজ সংলগ্ন এলাকায় টঙ্গী-ভৈরব রেল সড়কে ভৈরবগামী লাইনে এক যুবকের লাশ দেখেতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দেয়া হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। তার পড়নে পিংক কালার শার্ট ও কালো জ্যাকেট রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।