DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গুইমারাতে মারমা ঐক্য পরিষদ কার্যালয় উদ্বোধন

Astha Desk
জুলাই ১১, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গুইমারাতে মারমা ঐক্য পরিষদ কার্যালয় উদ্বোধন

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনে কার্যালয় উদ্বোধন করেছে সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

আজ শুক্রবার (১১জুলাই) সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন আয়োজনে রামেসু বাজারের বটতলাতে গুইমারা উপজেলা শাখা কার্যালয়টি উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে আগত প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নেতৃবৃন্দরা।

এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, গুইমারা উপজেলা বিএনপি সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলী, সাংগঠনিক সম্পাদক ডালিম, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ উপজেলা কমিটির সভাপতি অংগ্য মগ, সাধারণ সম্পাদক পাইসাউ মারমা,সাংগঠনিক সম্পাদক উগ্য মারমা (মেম্বার), জেলা কমিটির বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহলাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক মংনু মারমা, উপজেলা কমিটির মারমা যুব ঐক্য পরিষদ সভাপতি চহলা মারমা, সাধারণ সম্পাদক দুংরীঅং মারমা প্রমূখ।

এসময় প্রধান অতিথি বক্তব্য বলেন, গুইমারা উপজেলায় মারমা সম্প্রদায়ে অধ্যুষিত এলাকায় হিসেবে মারমা ঐক্য পরিষদ ঘাঁটি, এখানে মারমা ঐক্য পরিষদ আদর্শের লোকজন এই কার্যালয়ে বসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় করতে পারবেন। আজকে সংগঠনে কার্যালয়ের উদ্বোধন করতে পেরে আমি খুবই আনন্দিত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]