রায়হান জামান,স্টাফ রির্পোটার: কিশোরগঞ্জে সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত শিক্ষা সফর-২০২২ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) ভোর ৬টা ৪৫ মিনিটে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে অর্ধশত শিক্ষার্থীদের নিয়ে অন্যন্যা সুপারের একটি বাস সিলেটের উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বেলা সাড়ে ১১ টায় নির্ধারিত স্থানে পৌছলে পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী স্পট পরিদর্শনসহ প্রথম ইভেন্টের নানা কর্মসূচি সম্পাদন করা হয়।
পরে বিকাল ২টা ৩০ মিনিটে মাধবপুর লেক,চা জাদুকরসহ শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করে হাড়ি ভাঙা,বালিশ খেলাসহ নানান রকম আনন্দময় খেলাধুলা শেষে চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গলের বিখ্যাত টি ভ্যালী রেস্টুরেন্ট এন্ড বাজারে দুপুরের খাবার রাত ৮টায় খেয়ে কিশোরগঞ্জের পথে যাত্রা শুরু করে।
তখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান স্যারের সঞ্চালনায় দিনব্যাপী শিক্ষা সফরে অনুভূতি প্রকাশ, ইসলামি সংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জনাব মো. রেহাছ উদ্দিন, প্রভাষক মো. মাকসুদুল হাসন, মিসেস রেহাছ উদ্দিন প্রমুখ।