DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গোদাগাড়ীতে বিদ্যুতায়িত হয়ে বরের মৃত্যু

Astha Desk
অক্টোবর ৬, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

গোদাগাড়ীতে বিদ্যুতায়িত হয়ে বরের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া গ্রামে আলোকসজ্জায় বিদ্যুতায়িত হয়ে শাকিল হোসেন (২১) নামে মারা গেছে নতুন বর। গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে এ মর্মান্তিক দূঘর্টনা ঘটে।

একই উপজেলার বিদিরপুর গ্রামের বুলবুল হোসেনের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে বিয়ে হয় আবদুস সালাম এর একমাত্র ছেলে শাকিলের বিয়ে হয়। শ্বশুরবাড়িতে পা রাখার পরই স্বামীকে হারিয়ে নির্বাক এই কিশোরী বধূ।

শাকিলের স্বজনেরা জানান, দুপুরে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিকেলে বরপক্ষ কনে নিয়ে আসে। সন্ধ্যার পর বর নিজেই বাড়িতে আলোকসজ্জার বাতিগুলো জ্বালিয়ে দেন। পরে রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় বারান্দার গ্রিলে হাত দেন শাকিল। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন।

তারা আরও বলেন, আলোকসজ্জার বৈদ্যুতিক তার লিকেজ হয়ে বিদ্যুতায়িত হয়ে ছিল বাড়ির বারান্দার গ্রিল। শাকিলকে বিদ্যুতায়িত হয়ে পড়তে দেখে তাঁর চাচা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।