DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গ্রেনেড হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও স্মরণ সভা

Astha Desk
আগস্ট ২১, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

গ্রেনেড হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও স্মরণ সভা

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে ফরিদপুর জেলা ও উপজেলা গুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্দ্যগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

আজ সোমবার (২১আগষ্ট) দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জনতা ব্যাংকের মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি শ্যামল ব্যানার্জী, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক জনি প্রমূখ।

অপরদিকে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়ার উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলার ভাঙ্গা উপজেলা বঙ্গবন্ধু কর্নারে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও শ্রমিক লীগের সমন্বয়ে ২১ আগস্টে নিহতদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেলে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লা। উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান। ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী সাক্লাইন। খন্দকার সাইফুর রহমান মিরন, আকরামুজ্জামান রাজা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে খালেদা জিয়া-তারেক রহমানের প্রত্যক্ষ মদদে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। এদিন আইভি রহমানসহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ নিহত হোন। অনেকে আজীবন পঙ্গুত্ববরণ করেন। ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করেছে। সংখ্যালঘুদেরকে নানাভাবে নির্যাতন, জুলুম করেছে ফলে ভয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিতে অনেকে বাধ্য হয়েছেন।

আরো পড়ুন :  আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞায় বিএনপি আনন্দিত : মির্জা ফখরুল

গ্রেনেড হামলার নেপথ্যের কুশীলবদের আইনের আওতায় আনা না গেলে তাদের মূল উৎপাটন করা যাবে না। গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে তা না হলে দেশে পুনরায় জঙ্গিবাদের উত্থান ঘটবে। আগামী দিনে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করার আহবান জানানো হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮