কিশোরগঞ্জের মিঠামইন ঘোড়াউত্রা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজের ৪২ ঘণ্টা পর অন্তর চক্রবর্তী (৩২) নামে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করছে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবির দল। ররিবার (১৩ আগস্ট) সকাল পনে ৯টার দিকে আব্দুল হামিদ সেনানিবাসের পশ্চিম দিক থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
গত শুক্রবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নবনির্মিত সেনানিবাসের পশ্চিম দিকের ঘোড়াউত্রা নদীতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় অন্তর চক্রবর্তী ।
অন্তর চক্রবর্তী ঝালকাঠি জেলার কাঠপট্টি এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি ঢাকার মহাখালীর একটি প্রাইভেট কোম্পানীর হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঘুরতে আসা অন্তর চক্রবর্তীর বন্ধু সুব্রত কুমার দে বলেন, গত শুক্রবার সকালে ঢাকা থেকে আমরা ১০জনের কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরতে আসি। পরে নিকলী থেকে ইঞ্জিনচালিত নৌকায় দিয়ে মিঠামইন অলওয়েদার সড়ক দেখার পথে নৌকার গলুইয়ে বসে অন্তর বোতল দিয়ে নদী থেকে পানি নিয়ে গোসল করছিলো। মিঠামইন নতুন সেনানিবাস এলাকা পার হওয়ার সময় ঘোড়াউত্রা নদীতে নৌকা থেকে পড়ে যায় অন্তর। পরে আমরা সহকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু নদীতে স্রোত বেশি থাকায় আমরা তাক বাঁচাতে পারিনি। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ও ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান চালায়। কিন্তু অন্তরর কোনো সন্ধান পায়নি। পরে আজ রবিবার ৪২ঘন্টা পর তার মরদেহ পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস অফিসার আবু জর গিফারী বলেন,ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল অন্তর চক্রবর্তীকে উদ্ধার অভিযান চালায়। রবিবার সকাল পনে ৯টার দিকে অন্তর চক্রবর্তীর মৃতদেহ ঘটনাস্থল থেকে একটু দূরে ভেসে ওঠে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।