ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

চট্টগ্রামে আলোচিত পিন্টু হত্যা মামলার মূলহোতাসহ চারজন গ্রেপ্তার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০১:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২৮১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আলোচিত পিন্টু হত্যা মামলার মূলহোতা দেলোয়ার হোসেন দিলু (৩৬)সহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, গত ৩০ আগস্ট রাতে হিলভিউ এলাকায় পূর্বশত্রুতার জেরে একদল সন্ত্রাসী আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন (৩১ আগস্ট) অভিযান চালিয়ে বায়েজিদ থানার খেলবীও এলাকা থেকে দেলোয়ার হোসেন দিলু ও সহযোগী হাসান ওরফে কিরিচ হাসান (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে একইদিন আলীনগর থেকে শাহিন (২৮) ও মোবারক হোসেন বাপ্পি (৩৬)-কে আটক করে র‌্যাব।

পুলিশ জানায়, নিহত পিন্টুর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও তিনি স্ত্রীর বাড়ি হিলভিউ বার্মা কলোনিতে বসবাস করতেন। তিনি পাঁচলাইশ হামজারবাগ এলাকায় একটি থাই দোকানের মিস্ত্রি ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দেলুর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

নিহতের স্ত্রী বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা (নং ৬২) দায়ের করেছেন। মামলায় আটজনকে আসামি করা হয়েছে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত রাখা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় নথিভুক্ত হয়েছে।

র‌্যাব-৭ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে এবং তাদের বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

চট্টগ্রামে আলোচিত পিন্টু হত্যা মামলার মূলহোতাসহ চারজন গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আলোচিত পিন্টু হত্যা মামলার মূলহোতা দেলোয়ার হোসেন দিলু (৩৬)সহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, গত ৩০ আগস্ট রাতে হিলভিউ এলাকায় পূর্বশত্রুতার জেরে একদল সন্ত্রাসী আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন (৩১ আগস্ট) অভিযান চালিয়ে বায়েজিদ থানার খেলবীও এলাকা থেকে দেলোয়ার হোসেন দিলু ও সহযোগী হাসান ওরফে কিরিচ হাসান (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে একইদিন আলীনগর থেকে শাহিন (২৮) ও মোবারক হোসেন বাপ্পি (৩৬)-কে আটক করে র‌্যাব।

পুলিশ জানায়, নিহত পিন্টুর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও তিনি স্ত্রীর বাড়ি হিলভিউ বার্মা কলোনিতে বসবাস করতেন। তিনি পাঁচলাইশ হামজারবাগ এলাকায় একটি থাই দোকানের মিস্ত্রি ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দেলুর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

নিহতের স্ত্রী বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা (নং ৬২) দায়ের করেছেন। মামলায় আটজনকে আসামি করা হয়েছে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত রাখা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় নথিভুক্ত হয়েছে।

র‌্যাব-৭ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে এবং তাদের বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।